অধ্যক্ষের বাণী

“সুন্দর জীবন গঠনের পথপ্রদর্শক এবং আলোকিত সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘স্ট্যান্ডার্ড পাইলট স্কুল’। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি তাঁদের মনন ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও উন্নত ভবিষ্যৎ নির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

প্রশস্ত খেলার মাঠ, আধুনিক ও বৈজ্ঞানিক পাঠ্যসূচি, সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং একদল দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক আমাদের এই প্রতিষ্ঠানকে শিক্ষার আদর্শ মানে উন্নীত করতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ তাঁদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের কার্যক্রমে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীর কৃতজ্ঞ।

সাভারের আরিচা রোডের পূর্বপাশে, শাহীবাগ এলাকায় অবস্থিত ‘স্ট্যান্ডার্ড পাইলট স্কুল’ ইতোমধ্যেই অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীজনদের মধ্যে একটি প্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আল্লাহর অশেষ রহমতে, আমরা প্রতিনিয়ত সাফল্যের শিখরে আরোহন করছি।

আমাদের দৃঢ় বিশ্বাস, সম্মানিত অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ‘স্ট্যান্ডার্ড পাইলট স্কুল’ একদিন বিশ্বমানের আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করবে, ইনশাআল্লাহ।”